Back

Shaikh Rezanul Haque (Manik)

Rtd. DGM BSCIC

১৯০২ সালে প্রতিষ্ঠিত সরকারী ব্রজলাল (বি.এল) কলেজ এর অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে ২০১০ সালে। সকলের সহযোগিতায় এক কোটি দশ লাখ টাকা ব্যয়ে ২০১৭ সালে নির্মাণ করা হয়েছে দৃষ্টি নন্দন অ্যালামনাই ভবন। দেশের আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ভবন আছে বলে আমাদের জানা নাই। এ ভবনে চালু করা হয়েছে মেডিকেল সেন্টার। নিয়োগ দেয়া হয়েছে খণ্ডকালীন ডাক্তার, নার্স । নিয়মিত যোগান দেয়া হচ্ছে ঔষধ ও চিকিৎসা সেবা।

বর্তমানে কলেজে অধ্যয়নরত ত্রিশ হাজার ছাত্র ছাত্রীদের মাঝে চালু করা হয়েছে বিতর্ক প্রতিযোগিতা, বৃত্তি প্রদান। সমাজের কল্যানে শিক্ষাঙ্গন বহির্ভুত অসহায়দের মাঝে সীমিত পরিসরে কম্বল বিতরণ ও সাহায্য প্রদান করা হয়েছে।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রয়েছে একটি গঠনতন্ত্র। সে মোতাবেক আট বার্ষিক সাধারন সভার আয়োজন করেছে। বর্তমানে ৭ম কমিটি কার্যক্রম পরিচালনা করছে। গঠনতন্ত্র মোতাবেক ঢাকায় অ্যালামনাইয়ের একটি শাখা চালু করা হয়েছে। একটি আহবায়ক কমিটি ঢাকা শাখায় কার্যক্রম চালু রেখেছে।

আশা করি আগামীতে সকলের সহযোগিতায় আরো বৃহৎ পরিসরে কার্যক্রম গ্রহণ করা হবে। আমাদের মেল বন্ধন আরো সুদৃঢ় হবে।

শেখ রেজানুল হক মানিক
মহসচিব
বি. এল. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

×

Hello!

Click one of our contacts below to chat on WhatsApp

× How can I help you?